ভৌগলিক ভাবে কৃষি উপযোগী হওয়ায় এবং যোগাযোগে ঢাকার কাছে হওয়ায় এ এলাকায় কৃষি নির্ভর ব্যবসায় বানিজ্য বেশী দেখা যায় , যেমন সব্জির পাইকেরী ও খুচরা ব্যবসা , ধানের ও পাটের ব্যবসা, কলা ও অন্যান দেশীয় ফলের ব্যবসা ,বানিজ্যিক ভাবে মাছ ও গবাদি পশুর ব্যবসা ইত্যাদি । তবে ফসলী জমিগুলোতে এই এলাকায় কলা, লেবু এবং সব্জীর চাষ বেশী হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS